কেন্দ্র ও রাজ্য সরকারের স্বাস্থ্যে দপ্তর সরবত চেষ্টা করছেন স্বাস্থ্যে বিধি ও ভ্যাকসিনের দেওয়ার প্রক্রিয়া যাতে দ্রুত শেষ করা যায়।
এই এমনি লক্ষ্যে নিয়ে নামলো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা প্রশাসন। এবার এক অভিনব উদ্যোগ নিয়ে পথে নামলো। কাঁথি শহরের উত্তর দারুয়া খোড়কি সুন্নিজামে মসজিদে করোনা ভ্যাকসিনের সেন্টার খোলা হলো এদিন।
এর ফলে ধর্মীয় স্থান যে শুধু ধর্ম নিয়ে আলোচনা বা প্রসার করবে তা না করে মানব সেবায় আরো বেশি করে নিযুক্তি করণ হবে এবং এই মহামারী সাথে এক সঙ্গে কোমর বেঁধে লড়াই করবে তা আর বলার অপেক্ষা রাখে না।
“এই মহৎ উদ্যোগ নিয়ে ইসলাম ধর্মের মানুষ কে ভ্যাকসিন প্রক্রিয়ায় যুক্ত করার পাশাপাশি এই দারুয়া এলাকার মানুষ আরো তাড়াতাড়ি এই পরিষেবা পাবে বলেই ধারণা মসজিদ কমিটির সম্পাদক মঞ্জুর রহমান খাঁন।”
“এই বিষয়ে কাঁথি মহকুমা শাসক আদিত্য বিক্রম মোহন হিরানি বলেন, লায়ন্স ক্লাব,মসজিদ কমিটির এই উদ্যোগ সাধুবাদ পাওয়ার যোগ্য। যত সেন্টার বাড়বে তাতে বাকি সেন্টার গুলোর চাপ কমবেও মানুষ বেশি করে পরিসেবা পাবে। সব মন্দির, মসজিদ যদি এই ভাবে এগিয়ে আসে তাতে আর কোনো অসুবিধা হবে না বলেই ধারণা।”
“কাঁথি পৌর এলাকার কোভিড নোডাল অফিসার অনুতোষ পট্টনায়ক বলেন, আমাদের টার্গেট জেলা বা মহকুমার প্রতিটি মানুষ জেনো ভ্যাকসিনের আওতায় আসেন। এখনো মানুষের মনে ভুল ধারণা আছে যে ভ্যাকসিন নিলে করোনা হবে না, ভ্যাকসিন নিলে করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এই বিষয়টা বুঝিয়ে মানুষ কে সেন্টার মুখী করতে হবে এমনি আমাদের টার্গেট।”
” এই মসজিদ সেন্টারের উদ্বোধক রামনগরের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী অখিল গিরি বলেন, কোভিড পরিস্থিতি কথা মাথায় রেখে রাজ্য সরকার চেষ্টা করছে রাজ্যের মানুষেরা যেন ভ্যাকসিন পায়। তাই সরকার ভ্যাকসিন কিনে জনগণের পরিষেবা দেওয়ার চেস্টা করছেন। ভ্যাকসিন নিলে করোনা হবে না এমন নয়। তবে কোভিড থেকে আপনার শরীর কে বাঁচাবে প্রতিরোধ গড়ে তুলবে। আপনারা সামাজিক দূরত্ব মানুষ মাস্ক পরুন, ভ্যাকসিন নিন যে কোনো ভ্যাকসিন তা আপনার শরীরে থাকা প্রয়োজন। এই মসজিদ কমিটি যে ভাবে ভ্রান্ত ধারণা কে দূরে সরিয়ে এগিয়ে এসেছে আগামী দিনে আরো বিপুল ভাবে আমরা এই নতুন রোগের বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যাবো মনে করতে পারি।”