গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে নাকি বিপদ ডেকে আনতে পারে কোভিড ভ্যাকসিন! দেশ জুড়েই এরকম একটা গুঞ্জন চলছিল। শুক্রবার অবশ্য সেই গুঞ্জনে জল ঢেলে দিয়ে আইসিএমআর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব জানিয়ে দিলেন, কোনও অসুবিধা নেই গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে। তিনি বলেন, এক্ষেত্রে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, শিশুদের ক্ষেত্রে ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রেও এদিন এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার সন্ধেয় কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, গর্ভবতী মহিলারাও ভ্যাকসিন নিতে পারবেন এবং তাঁদের নেওয়া উচিত। পাশাপাশি জানানো হয়েছে, আগের নীতি পরিবর্তিত হয়েছে। মায়েদের এবং গর্ভাবস্থায় থাকা শিশুদের অধিকার রয়েছে মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য ভ্যাকসিন নেওয়ার।