পাশে আছি’ এই স্লোগানকে সামনে রেখে নিরন্তন কাজ করে চলেছে ফেয়ার ফিল্ড এক্সসিলেন্স।আমফান হোক বা যশ,বা করোনা মহামারীর মতো বিপর্যয় হোক, মানুষের জন্য কাজ করে চলেছে এই সংস্থা। আজ এই সংস্থার আয়োজনে এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকবৃন্দের সংগঠন ‘আরক্তিম’ এর সহযোগিতায় আজ বিরামপুট প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।
12 জন ডাক্তার বাবুদের টিম আজ প্রায় 350 মানুষকে পরিষেবা প্রদান করেন।শিশু রোগ ,স্ত্রী রোগ ,জেনারেল মেডিসিন,নাক-কান-গলা ,অস্থি রোগ ,ক্যান্সার ইত্যাদি রোগের বিশেষজ্ঞ চিকিৎসক গণ রোগীদের পরীক্ষা করেন। ডাক্তার বাবুদের মধ্যে উপস্থিত ছিলেন শিলাদিত্য মিশ্র,দিব্যজ্যোতি দত্ত,সুধানীল সরকার,জ্যোতি চন্দক,পুলস্ত আচার্য,সাত্বকী সান্যাল প্রমুখ।জুনপুট,বিরামপুট,হরিপুর,রংমলাপুর,সামরাইপুর,ইত্যাদি গ্রামের মানুষজন আজ এই ক্যাম্প থেকে উপকৃত হন। ফেয়ার ফিল্ড এক্সসিলেন্স এর প্রসেনজিৎ মাইতি,অনির্বান মাইতি,জয় নারায়ণ পন্ডা, শঙ্কর ভূঞা,আরিফ মোহাম্মদ খাঁন, রাখাল বর, অনিমেষ মন্ডল,অজিত শ্যামল,নাসিম আলি খাঁন, জুঁই পন্ডা,সুভাষ রায়,রাজেন্দ্র নাথ জানা,মুস্তাক আলী খান,তাপস খাঁড়া,শেখ বখতিয়ার উদ্দিন ,সুদীপ পন্ডা প্রমুখ সদস্য আজ সারাদিন উপস্থিত থেকে ক্যাম্পটি সুচারু ভাবে পরিচালনা করেন ।উক্ত এলাকায় এরকম একটি ক্যাম্প আয়োজন করার জন্য ফেয়ার ফিল্ড এক্সলেন্স ও আরক্তিম সংস্থা কে গ্রাম বাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানান শিক্ষক তপন কুমার জানা।উক্ত শিবিরটি সুষ্ট ভাবে সম্পন্ন হওয়ায় মজিলাপুর গ্রাম পঞ্চায়েত ও জুনপুট কোস্টাল থানাকে ধন্যবাদ জানান সম্পাদক সনাতন জানা ও সভাপতি তেহেরান হোসেন।