দীর্ঘ ১৫ বছরের বৈবাহিক সম্পর্কে ইতি টেনেছেন অভিনেতা আমির খান এবং প্রযোজক-পরিচালক কিরণ রাও। শনিবার সকালে তাঁরা যৌথভাবে বিবৃতি দিয়ে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন। বিবৃতির শেষে লেখা রয়েছে, ‘আমরা আমাদের শুভানুধ্যায়ীদের কাছ থেকে শুভেচ্ছা ও আশীর্বাদ চাইছি। সকলে যেন আমাদের এই বিবাহ বিচ্ছেদকে শেষ হিসেবে না দেখেন। এটা আমাদের কাছে একটা নতুন যাত্রার সূচনা।’
আমির-কিরণ যৌথ বিবৃতিতে জানিয়েছেন, ‘এই ১৫ বছরের সুন্দর সময়ে সারা জীবন মনে রাখার মতো অভিজ্ঞতা সঞ্চয় করেছি আমরা। বিশ্বাস, শ্রদ্ধা এবং ভালোবাসা—এই তিনটি বিষয়ের উপর ভর করেই আমাদের সম্পর্ক বেড়ে উঠেছিল। এখন আমরা আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি। স্বামী-স্ত্রী হিসেবে নয়। বরং পরিবার এবং বাবা-মা হিসেবে।’ সন্তানকে তাঁরা একসঙ্গে বড় করবেন বলেই জানিয়েছেন।
২০০১ সালে ‘লগান’ ছবির সেটে আমির ও কিরণের প্রথম আলাপ হয়। সেই ছবির পরিচালক আশুতোষ গোয়ারিকরের সহকারী হিসেবে কাজ করেছিলেন কিরণ। ২০০৫-এর ডিসেম্বর মাসে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১১ সালে তাঁদের পুত্র সন্তান আজাদ রাও খানের জন্ম হয়।