রাজনৈতিক সৌজন্য, রাষ্ট্রপতি-মোদি-রাজনাথকে বাংলার সুস্বাদু আম উপহার মমতার

রাজনৈতিক সৌজন্যের নজির রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । চরম রাজনৈতিক বৈরিতা থাকা সত্ত্বেও প্রতি বছরের মতো এবছরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলার আম পাঠালেন মমতা।
তবে শুধু প্রধানমন্ত্রী নন, মমতা আম পাঠিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকেও।
এছাড়া  কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও।প্রত্যেককেই এক ঝুড়ি করে বাংলার সুস্বাদু আম পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।

গত বছর করোনার জন্য সেই রীতি বন্ধ ছিল। কিন্তু এবছর সেই রীতি আবার চালু হল। জানা গিয়েছে, মালদহের লক্ষণভোগ, ল্যাংড়া ছাড়াও হিমসাগর আম পাঠানো হয়েছে ওই উপহারের ঝুলিতে। 

Flamingo Media Share