NewsCaff : আভাসটা পাওয়া গিয়েছিল ইংল্যান্ডে শেষ টেস্টে। ব্যাটে – বলে অনবদ্য ছিল জাদেজার পারফরম্যান্স। এককথায় প্রথম ইনিংসে লিড কমেছিল জাদেজার লড়াকু ইনিংসের সৌজন্যেই। আর তারপর সেই পারফরম্যান্সের ঝলক দেখা গিয়েছিল এশিয়া কাপেও। সুপার ফোরে প্রথম ম্যাচে সুযোগ পেয়েই তিনি তাঁর নিজের নামের প্রতি সুবিচার করেছিলেন। ১০ ওভার বল করে মাত্র ২৯ রান তো বটেই সেই সঙ্গে সাকিবের উইকেট সব চার উইকেট। যা অবশ্যই ম্যাচের টার্নিং পয়েন্ট। আর ফাইনালে তাঁর লড়াকু ইনিংস মনে রাখবে ক্রিকেট ভক্তরা। তবে স্বপ্ন সফল হওয়ার স্বাদ পেলেন ৬ বছর পর। বৃহস্পতিবার টেস্টের প্রথম দিনে যেমন ‘ডেবিউ হানড্রেড’ করে রাজকোট-কে স্মরণীয় করে রেখেছেন ভারতীয় ওপেনার পৃথ্বি শ, ঠিক একই ভাবে টেস্টের দ্বিতীয় দিনে প্রথম টেস্ট শতরান করে রাজকোট-কে স্মরণীয় করে রাখলেন জাদেজাও। এই মাঠে শতরান পেলেন বিরাট কোহলিও।
৩৭তম টেস্টে প্রথম শতরান পেলেন ভারতীয় অলরাউন্ডার ‘স্যার’ রবীন্দ্র জাদেজা। রাজকোটে উইন্ডিজের বিরুদ্ধে ১৩২ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেললেন এই রাজপুত ক্রিকেটার। জাদেজা তাঁর জীবনের প্রথম টেস্ট শতরান সাজিয়ে রাখলেন পাঁচটি বাউন্ডারি আর পাঁচটি ওভার বাউন্ডারি-তে। প্রসঙ্গত এটাই জাদেজার ক্রিকেট কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরান। টেস্ট ক্রিকেটে রবীন্দ্র জাদেজার অভিষেক হয় ২০১২ সালের ১৩ ডিসেম্বর। ওয়ানডে ফরম্যাটে গুজরাটের এই তারকা ক্রিকেটারের অভিষেক হয়েছিল ২০০৯ সালের ২ ফেব্রুয়ারি। সেদিক থেকে দেখতে গেলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ৯ বছর পর শতরান পেলেন তিনি। সেই থেকে এখনও পর্যন্ত ভারতের হয়ে মোট ৩৭টি টেস্ট খেলেছেন জাদেজা। ব্যাটিং করার সুযোগ পেয়েছেন ৫৫টি ইনিংসে। এই স্বল্প সুযোগেই তিনি অর্জন করে নিতে পেরেছিলেন ৯টি অর্ধ-শতরান। তবে এতদিন পর্যন্ত ফাঁকাই পড়েছিল শতরানের তালিকা। সেখানে এবার পয়লা নম্বর যোগ করে দিলেন জাড্ডু।