ক্রিস গেইল খেললেন শেষ ম্যাচ, করলেন শতরান

New Caff: জামাইকার হয়ে কেরিয়ারের শেষ লিস্ট-এ ম্যাচ খেলে ফেললেন ক্রিস গেইল। মাঠেও নামলেন অধিনায়ক হিসাবে। শুধু কি তাই, করলেন শতরান, নিলেন এক উইকেট। তবে ২০১৯-এ দেশের হয়ে বিশ্বকাপ খেলার ইচ্ছে তাঁর রয়েছে। এমনকী দেশএর হয়ে টেস্ট খেলার ইচ্ছেও গেইলের রয়েছে। ম্যাচের পর গেইল বলেন, “জামাইকার হয়ে শেষ ৫০ ওভারের ম্যাচে সেঞ্চুরি করে দারুণ লাগছে৷ ক্যাপ্টেন হিসাবে শেষ ম্যাচে দলকে জেতানো অত্যন্ত আনন্দের৷ আমার মধ্যে এখনও যথেষ্ট রসদ রয়েছে৷ তবে ক্রিকেটের বাইরেও একটা জীবন রয়েছে৷ আমার একটা পরিবার রয়েছে৷ যাদের সময় দেওয়া আমার কর্তব্য৷ ২৫ বছর ধরে ক্রিকেট খেলতে পারা সাধারণ বিষয় নয়৷ সময় পেলে সাবাইনা পার্কে একটা চারদিনের ম্যাচ অবশ্যই খেলব৷ আগামী বছর ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিশ্বকাপও খেলতে চাই৷”

প্রসঙ্গত, শেষ ম্যাচে গেইলের দাপটেই বার্বাডোজকে রিজিওনাল সুপার-৫০-র গ্রুপ ম্যাচে ৩৩ রানে হারাল জামাইকা। জামাইকার তরফে শেষ ম্যাচে অধিনায়কত্ব করেন গেইল। কেরিয়ারের শেষ ডোমেস্টিক লিস্ট-এ ম্যাচে শতরান করে বিদায়বেলা স্মরণীয় করে রাখেন তিনি৷ ১০টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ১১৪ বলে ১২২ রান করেন গেইল৷ প্রথমে ব্যাট করে জামাইকা ২২৬ রান তোলে৷ জবাবে বার্বাডোজ অলআউট হয়ে যায় ১৯৩ রানে৷

Flamingo Media Share