‘উমা’র জন্য হাত ধরল সিধু-পটা

NewsCaff : সৃজিতের বেশিরভাগ ছবির মতো উমারও সঙ্গীতপরিচালক অনুপম রায়। আগেই এ ছবির গান আলস্য প্রকাশিত হয়েছে। এবার রিলিজ হল নতুন গান এসো বন্ধু। এ গানের অন্যতম চমক দুই গায়ক সিধু ও পটা। ক্যাকটাসের ভেঙে যাওয়া জুড়ি এ গানে জোড়া লেগেছেন। এবার অনুপমের এসো বন্ধুর ডাকে সাড়া দিলেন ফের বন্ধুত্ব ফিরে পেলেন সিধু ও পটা। মুক্তি পেল উমা ছবির নতুন গান এসো বন্ধু।দুজনের মধ্যেকার বরফ গলিয়েছেন স্বয়ং অনুপম রায়ই। বরফ যে সত্যিই গলেছে তার প্রমাণ মিলল সিধুর ট্যুইটে।

ইতিমধ্যেই বেশ কয়েকটি বিদেশি চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে ছবিটি। স্বীকৃতি পেয়েছে নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল এবং ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ আলবের্তায়।

উমায় যিশু ও সারা ছাড়াও রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, পরিচালক অভিজিত গুহ সহ আরও অনেকে। আগামী ১ জুন মুক্তি পাচ্ছে এই ছবি।

প্রসঙ্গত, গতবছর বিজয়া দশমীর দিন আগমনীর বার্তা নিয়ে দেখা দিয়েছিল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘উমা’। প্রকাশ্যে এসেছিল উমার ফার্স্ট লুক। তবে সৃজিতের এই নতুন ছবি শোনাবে এক অন্য উমার গল্প। এই ছবিতে উঠে আসবে বাবা ও মেয়ের কাহিনি। ছবির প্রথম পোস্টারে মিলেছিল তেমনই ইঙ্গিত। মা দুর্গার প্রতিকৃতির সঙ্গেই দেখা গিয়েছিল বাবা ও তার ছোট্ট মেয়েকে।

সৃজিতের ছবি উমার প্রযোজনা করছে ভেঙ্কটেশ ফিল্মস। জানা গিয়েছেন সৃজিতের উমার গল্পও সত্য ঘটনা অবলম্বনে। কানাডার ছেলে ইভান কঠিন রোগে আক্রান্ত। তার ক্রিসমাসের সেলিব্রেশন দেখে যাওয়ার ইচ্ছা পূরণ করতে তাঁর বাবা ক্রিসমাসের আগেই উৎসবের সেলিব্রেশনের উদ্যোগ নিয়েছিলেন। ২০১৫র সেই ঘটনাকে বাংলার প্রেক্ষাপটে ফেলে তাঁর সিনেমা ‘উমা’য় রূপ দিতে চলেছেন পরিচালক সৃজিত। মৃত্যু পথযাত্রী ‘উমা’কে দুর্গাপুজোর আগেই দুর্গোৎসবের স্বাদ দেবেন তাঁর বাবা।

Flamingo Media Share