আজ পূর্ব মেদিনীপুর জেলাশাসক, কাঁথি মহকুমা শাসক ও দেশপ্রাণ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককে নিয়ে কাঁথি ও খেজুরীর মধ্যবর্তী রসুলপুর নদীর নদীবাঁধ পরিদর্শনে দীঘা-শঙ্করপূর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান শ্রীতরুন কুমার জানা।
ইয়াস কেটেও যেন কাটছে না তার প্রভাব।
ইয়াস ঘূর্ণিঝড়ের প্রভাবে কার্যত লন্ডভন্ড করেছে করে দিয়েছে উপকূল এলাকা। বিধস্ত সমুদ্র ও নদী বাঁধ। আগামীকাল ১১ তারিখ ভরা অমবস্যার কটাল তাই চিন্তায় জেলা প্রশাসন। ১১ ও ২৬ জুন কটালের ফলে জলস্থর বাড়বে এবং জলোচ্ছাস হবে । সেই কারণে উপকূল এলাকার নদী ও সমুদ্র বাঁধের কাজ পরিদর্শন করলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, কাঁথি মহকুমা শাসক- আদিত্য বিক্রম হিরানি, কাঁথি মহকুমা সেচ আধিকারিক উত্তম হাজরা, দেশপ্রাণ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ জানা ছাড়াও ত্রিস্তর পঞ্চায়েত সমিতির সদস্যরা।
” জেলা শাসক পূর্ণেন্দু মাঝি বলেন, রাজ্য প্রশাসনের নির্দেশ মেনেই আমরা মানুষকে সচেতন করার কাজ করছি। পাশাপাশি সমুদ্র ও নদী কি কাজের অবস্থা তা পরিদর্শন করলাম, দেখে নিচ্ছি ভরা কটালে কোথায় কোথায় ক্ষতি হতে পারে বা কাজের গতি ও আর কোথায় কাজ আমাদের খুব দ্রুত শেষ করতে হবে সেই বিষয়টা পর্যালোচনা করছি।”