গতবারের কোভিড মহামারির জন্য করোনার দ্বিতীয় ঢেউয়ের দৌলতে এবারও পুরীর রথযাত্রায় ভক্তদের প্রবেশ নিষেধথযাত্রায় ভক্ত সমাগম বন্ধ রাখা হয়েছিল । করোনার দ্বিতীয় ঢেউয়ের দৌলতে এবারও পুরীর রথযাত্রায় ভক্তদের প্রবেশ নিষেধ। মন্দিরের ট্রাস্টি বোর্ডের সূত্রে কোভিড বিধি মেনেই পালিত হবে রথযাত্রা উৎসব। বৃহস্পতিবারই এই মর্মে নির্দেশ জারি করেছে ওড়িশা সরকার।
গত বছরও করোনা অতিমারির জন্য সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া গাইডলাইন মেনে রথযাত্রা উৎসব পালিত হয়েছিল। ওই গাইড লাইনে বলা হয়েছিল একমাত্র পুরী ছাড়া ওড়িশার আর কোথাও রথযাত্রা উৎসব পালন করা যাবে না।
ওড়িশার স্পেশাল রিলিফ কমিশনার প্রদীপ কে জেনা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশিকা ও কোভিড বিধি মেনে এবারও পুরীর রথযাত্রায় ভক্তদের সমাগম নিষিদ্ধ করা হয়েছে। রথযাত্রায় শুধুমাত্র সেবাইতরাই অংশ নিতে পারবেন। তবে এক্ষেত্রে সেবাইতদের করোনা নেগেটিভ ও টিকার দুই ডোজ নেওয়া হয়েছে সেই ছাড়পত্র দেখাতে হবে।
তবে এবারও গতবারের মতো রথযাত্রার লাইভ টেলিকাস্ট করা হবে বিভিন্ন সোস্যাল মিডিয়ায় ও গণ মাধ্যমে। ওই সময় পুরী জুড়ে কারফিউ জারি করা থাকবে।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে ৫০০ জনকে অনুমতি দেওয়া হবে রখের রশি টানার জন্য।এই ৫০০ জনের মধ্যে মন্দিরের সদস্য ও পুলিশকর্মীরাও থাকবেন।
প্রসঙ্গত, ওড়িশায় করোনা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। সব মিলিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৩ হাজার।