তাঁর দলবদল নিয়ে গত কয়েকদিন ধরেই বঙ্গ রাজনীতিতে জোর চর্চা চলছে। যদিও তিনি মুখে কুলুপ এঁটেই রয়েছেন। এবার কসবার ভুয়ো টিকাকাণ্ডে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে দলবদলের জল্পনায় আরও ইন্ধন জোগালেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।
শুক্রবার রাতে নিজের টুইটার হ্যান্ডেলে প্রণবপুত্র লিখেছেন, ‘দেবাঞ্জন দেব নামে এক ভেকধারী আইএএস আধিকারিকের ভুয়ো টিকাকরণ শিবিরের জন্য যদি মমতাদিদিকে ব্যক্তিগতভাবে দোষারোপ করা হয়, তাহলে নীরব মোদি, বিজয় মাল্য, মেহুল চোকসিদের অপরাধের জন্য মোদিজিকে অবশ্যই দায়ি করা যায়। কোনও একজন ব্যক্তির কার্যকলাপের জন্য রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলার এবং দোষারোপ করার কোনও যৌক্তিকতাই নেই।’
অবশ্য ভুয়ো টিকাকাণ্ডের জন্য স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কটাক্ষের সুরে তিনি বলেছেন, ‘ভুয়ো টিকা কলকাতার মতো শহরেও যে দেওয়া সম্ভব তা প্রমাণ হয়ে গিয়েছে। তৃণমূল জমানায় বাংলার বাস্তব অবস্থাটা ফের সামনে এলো।’
ভুয়ো টিকাকাণ্ডে মমতার পাশে প্রণব পুত্র অভিজিৎ
ভুয়ো টিকাকাণ্ডে মমতার পাশে প্রণব পুত্র অভিজিৎ
তাঁর দলবদল নিয়ে গত কয়েকদিন ধরেই বঙ্গ রাজনীতিতে জোর চর্চা চলছে। যদিও তিনি মুখে কুলুপ এঁটেই রয়েছেন। এবার কসবার ভুয়ো টিকাকাণ্ডে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে দলবদলের জল্পনায় আরও ইন্ধন জোগালেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।