দেবাঞ্জনের বাড়িতে মিলল বিএসএফের ব্যাজ ও পোশাক, 6 বছরে সরানো হয়েছে 3কোটি টাকা!

দেবাঞ্জনের বাড়িতে মিলল বিএসএফের ব্যাজ ও পোশাক, 6 বছরে সরানো হয়েছে 3কোটি টাকা!

অন্য মাত্রা নিতে চলেছে কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ড। কারণ, তল্লাশি চালানোর সময় দেবাঞ্জন দেবের মাদুরদহের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিএসএফের ব্যাজ ও পোশাক। আধাসামরিক বাহিনীর পোশাক ও ব্যাজ দেখিয়ে এই ভুয়ো আইএএস কোথাও প্রতারণা করেছিলেন কি না, সেটাই এখন চিন্তার ভাঁজ ফেলেছে পুলিসের কপালে। উর্দি উদ্ধারের ঘটনায় প্রয়োজনে তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। এই বিষয়ে কলকাতা পুলিসের সঙ্গে যোগাযোগ রাখছে তারা।

গত ছ’ বছরে নিজের দশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্তত ২ কোটি ৮০ লক্ষ টাকা সরিয়ে দিয়েছেন ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব৷ দেবাঞ্জনের অ্যাকাউন্টের লেনদেনের হিসেব খতিয়ে দেখে এবং ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে কথা বলে এমনই তথ্য হাতে পেয়েছেন বিশেষ তদন্তকারী দলের সদস্যরা৷
দেবাঞ্জনের বাড়িতে তল্লাশিতে গিয়ে আরও একগুচ্ছ নথি উদ্ধার করেছে পুলিশ৷ তদন্তকারীদের ধারণা, দেবাঞ্জন ভুয়ো নথির ব্যবহার করে কোভিশিল্ড ভ্যাকসিন হাতে পাওয়ার জন্য স্বাস্থ্য ভবনে আবেদন পাঠানোর প্রস্তুতি সেরে রেখেছিল৷ শেষ পর্যন্ত অবশ্য তা পাঠায়নি সে৷ সেরকমই একটি আবেদন পত্র দেবাঞ্জনের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে৷

Flamingo Media Share