ভোটপরবর্তী হিংসা নিয়ে আদালতের অন্তর্বর্তী রায় পুনর্বিবেচনার আর্জি রাজ্যের

ভোটপরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণে খুশি নয়ী রাজ্য। আবারও আদালতের দ্বারস্থ রাজ্য সরকার। গত ২ জুলাই আদালতের তরফে স্পষ্ট জানানো হয়, মানবাধিকার কমিশনের দেওয়া রিপোর্ট অনুযায়ী প্রত্যেকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলা করতে হবে, অভিযুক্তদের গ্রেফতার বা কড়া ব্যবস্থা করতে হবে। আক্রান্তদের বাড়ি ফেরাতে হবে, রেশন ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে রাজ্যকে।

আর এই রায়ে একরতরফ বলে আজ ফের বৃহত্তর বেঞ্চে আবেদন জানিয়েছে রাজ্য। এই অন্তর্বর্তী রায় পুনর্বিবেচনার জন্য আবেদন জানানো হয়েছে। রাজ্যের দাবি, আদালত শুধুমাত্র অভিযুক্ত ও জনস্বার্থ মামলার ভিত্তিতে রায় দিয়েছেন। এখানে রাজ্যের কথা শোনা হয়নি।

গত ২ জুলাই ভোটপরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে তুলোধনা করে। একাধিক বিষয়ে কড়া ভাষায় রাজ্যকে আক্রমণ করে আদালত। যাদবপুরের ঘটনায় ডিসিপি এসএসডি সাউথ রশিদমুণির খানকে শোকজ করেন বিচারপতি। আগামী ১৩ জুলাই তাঁর জবাব চেয়েছে আদালত। রাজ্যের করা আবেদনের ভিত্তিতে চলতি সপ্তাহে ফের ভোটপরবর্তী হিংসার ব্যাপারে দের শুনানি হতে পারে ।

Flamingo Media Share