কিউবায় ভেঙে পড়ল বিমান

NewsCaff : 40 বছরের পুরনো বোয়িং 737-209 বিমানটি মেক্সিকান এয়ারলাইন্স দামোজের থেকে ভাড়া নেয় কিউবার রাষ্ট্রয়াত্ত্ব বিমান সংস্থা কিউবানা দে অ্যাভিসিওন। বিমানবন্দর থেকে 6 মাইল দূরত্বে প্রবল বিস্ফোরণ হয়। বিমানটিতে 114 জন যাত্রী ছিল। যাচ্ছিল হাভানা থেকে পূর্ব ওলগিনে। তিন মহিলা যাত্রীকে শঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মেক্সিকো সরকারের তরফে জানানো হয়েছে, সে দেশের 5 নাগরিক ছিলেন ওই বিমানে। মৃত কমপক্ষে 100। শুক্রবার রাতে রাজধানী হাভানার হোসে মার্তি আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনাটি ঘটে।

Flamingo Media Share