আবার গোল্ডেন বুট জিতলেন লিও মেসি

NewsCaff :  এই মরশুমের লা লিগায় মোট 34 টি গোল করে গোলদাতাদের শীর্ষে রয়েছেন মেসি। এই নিয়ে টানা দুবার এবং মোট পাঁচবার এই গোল্ডেন শ্যু নিজের ঝুলিতে পুরলেন ফুটবলের বর্তমান রাজপুত্র। 2017-18 এবং 2016-17 মরশুম ছাড়াও 2009-10, 2011-12, 2012-13 মরশুমেও এই পুরস্কার জিতেছিলেন ।

চিরপ্রতিদ্বন্দ্বী সি আর সেভেন কে ছাপিয়ে পঞ্চমবারের জন্য গোল্ডেন শ্যু খেতাব নিজের ঝুলিতে পুরলেন লিও মেসি। ইউরোপের সবকটি লিগে 2017-18 মরশুমে সর্বোচ্চ গোলদাতা  হিসেবে এই খেতাব জিতলেন বার্সার তারকা লিও মেসি।

 

এল এম টেনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রোনাল্ডো মোট চারবার এই খেতাব জিতেছেন। একটি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এবং বাকি তিনটি রিয়ালের হয়ে। ইউরোপের সেরা পাঁচ লিগে 34 টি গোল করে মোট 68 পয়েন্ট পেয়ে
এই খেতাব জেতেন মেসি। গোল্ডেন শ্যুয়ের দৌড়ে ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোল স্কোরার মহম্মদ সালাহ।  এই মরশুমে মোট 32 টি গোল করে মেসির পরেই রয়েছেন তিনি।

Flamingo Media Share