NewsCaff : ৬৬ বছর পর নখ কাটবেন একজন মানুষ! আর তাতেই হইচই…জানবেন নাকি তিনি কে ? রেকর্ড অনুযায়ী, বাঁহাতের নখের মোট দৈর্ঘ্য হল ৯০৯.৬ সেন্টিমিটার (৯.১ মিটার)। এর মধ্যে, বাঁহাতের বুড়ো আঙুলের নখের দৈর্ঘ্য সবচেয়ে বেশি (১৯৭.৮ সেন্টিমিটার)। অর্থাৎ, প্রায় ২ মিটার।
আচ্ছা ভাবছেন কী সব, তাহলে একটু খুলেই বলা যাক –
পুণের বাসিন্দা শ্রীধর চিল্লাল। গত ৬৬ বছরে বাঁহাতের নখ কাটেননি। আর তাতেই খবরের শিরোনামে তিনি। কারণ শ্রীধরের নখ আর পাঁচজনের মতো নয়। বিশ্বের দীর্ঘতম নখের জন্য ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’ এবং ‘রিপ্লিজ বিলিভ ইট অর নট’-এ নাম রয়েছে তাঁর। ৮২ বছরের চিল্লাল ১৯৫২ সাল থেকে বাঁহাতের নখ কাটেননি। স্কুলে পড়ার সময় শিক্ষকের বড় করা একটি নখ ভেঙে ফেলার জন্য মার খেতে হয়েছিল। তারপরই সিদ্ধান্ত নিয়েছিলেন, নখ বড় করবেন। কিন্তু এবার সাধের সেই নখগুলিকে বিদায় জানাতে চলেছেন তিনি। তবে নখ কেটে ফেললেও ইচ্ছা ছিল, সেগুলি কোনও মিউজিয়ামে সংরক্ষণ করে রাখবেন। তাঁর অনুরোধে সাড়া দিয়ে এগিয়ে এসেছে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে অবস্থিত রিপ্লে’স বিলিভ ইট অর নট মিউজিয়াম। চিল্লালকে পুনে থেকে নিউ ইয়র্কে উড়িয়ে নিয়ে গিয়েছে তারাই। যাতে তাঁর সেই বিশ্ববিখ্যাত নখগুলিকে মিউজিয়ামে সংরক্ষিত করে রাখা সম্ভব হয়। চিল্লালের নখ কাটার লগ্নকে স্মরণীয় করে রাখতে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করেছে মিউজিয়াম কর্তৃপক্ষ। এক হাতের দীর্ঘতম নখের সুবাদে ২০১৬ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছিল চিল্লালের। তাঁর পাঁচ আঙুলের নখের সম্মিলিত দৈর্ঘ্য ৯০৯.৬ সেন্টিমিটার (৯.১ মিটার)। তার মধ্যে সবচেয়ে বড় বুড়ো আঙুলের নখটি। দৈর্ঘ্য ১৯৭.৮ সেন্টিমিটার।
সম্প্রতি নিজের নখ কাটাতে মনস্থির করেন শ্রীধর। দেখা যাক তিনি কবে সেই সিদ্ধান্ত নেন।