রণবীরের ‘এক্স’-কে কী বার্তা দিলেন আলিয়া

professional world Katrina

NewsCaff :   প্রথমত এই পেশাদারি জগতেও ক্যাটরিনা এবং আলিয়া নাকি ভাল বন্ধু। দ্বিতীয় কারণ হলেন রণবীর কপূর। হঠাত্ দুই নায়িকার সম্পর্কের মধ্যে রণবীর কেন?
এই মুহূর্তে আলিয়ার সঙ্গে রণবীরের বিশেষ সম্পর্কের জল্পনা রয়েছে ইন্ডাস্ট্রিতে। এর আগে ক্যাটরিনার সঙ্গেও নাকি প্রেম করতেন রণবীর। কিন্তু বলি মহলের একটা বড় অংশের মতে, রণবীর ফ্যাক্টর থাকা সত্ত্বেও এই দুই নায়িকার মধ্যে কোনও মনোমালিন্য নেই।
আলিয়া সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনাকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘হ্যাপিয়েস্ট বার্থডে ক্যাটরিনা।’ শোনা যাচ্ছে, ক্যাটের ক্লোজড ডোর বার্থডে পার্টিতেও নাকি এ দিন হাজির থাকবেন আলিয়া।


প্রসঙ্গত, ‘ব্রহ্মস্ত্র’ শ্যুটিংয়ের সময় থেকেই আলিয়া-রণবীরের প্রেমের খবর শোনা যায়। তারপর থেকে একসঙ্গে সিনেমা দেখতে যাওয়া, ডিনারে যাওয়া, এমনকি সোনম-আনন্দের বিয়েতেও একসঙ্গে গিয়েছিলেন রণবীর আলিয়া। যদিও তাঁরা দুজনে কিন্তু এবিষয়ে ‘স্পকটি নট’ নীতি নিয়েছিলেন। তবে জল্পনার মাঝে শেষমেশ মুখ খুলেছিলেন আলিয়া। বলেছিলেন ”আমি ঠিক জানি না রণবীর এসব গুজব শুনে ঠিক কী ভাবছে? আসলে আমি এবিষয়ে ওকে কখনও জিজ্ঞাসা করিনি। রণবীর আমায় পছন্দ করে ও এমনটা কখনও বলেনি। এধরনের কোনও অনুভূতিই নেই আমাদের মধ্যে। ও খুব ভালো মানুষ। আমি ভাগ্যবান যে এই সময়টা আমি ওর সঙ্গে আছি।”
আলিয়ার এই বক্তব্যের মধ্যে রণবীরের সঙ্গে তাঁর সম্পর্কে সত্যতা নিয়ে ‘না’, বা ‘হ্যাঁ’ ঠিক কিছুই স্পষ্ট হয়নি। তবে এবার এবিষয়ে মুখ খুললেন খোদ রণবীর নিজেই। তিনি বললেন ” এটা এক্কেবারই নতুন, তাই এখনই কিছু বলার নেই”। রণবীরের এই কথাতে তিনি কার্যত আলিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের সত্যতা স্বীকার করে নিলেনই বলা যায়। তাই নয় কি? আপনাদের কী মত?
অন্যদিকে রণবীর-ক্যাটরিনার সম্পর্ক নিয়ে নীতু সিং, ঋষি কাপুরের সায় যে ছিল না একথা সকলেরই জানা। তবে আলিয়ার ক্ষেত্রে কিন্তু নীতু সিং, ঋষি কাপুরের সায় রয়েছে বলেই শোনা যাচ্ছে।

Flamingo Media Share