News Caff: এবার একুশের জুলাইয়ের মঞ্চে সবথেকে বড় চমক কী! বারবার এই প্রশ্নটাই উঠে আসছিল ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবস পালনের প্রাক্কালে। প্রতিবারই জল্পনা থাকে, কারা যোগ দিচ্ছেন তৃণমূলে? কংগ্রেস ছেড়ে ক’জন আসছেন তৃণমূলের মঞ্চে? এবার সেই জল্পনা ছাড়িয়ে বড় চর্চা হয়ে উঠেছিল বিজেপির প্রাক্তন সাংসদ চন্দন মিত্রকে নিয়ে। তিনি যোগ দিতে পারেন তৃণমূলে। এছাড়াও সিপিএমের দুই প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও মইনুল হাসানও একই পথের পথিক হতে পারেন। সেই জল্পনাকে সত্যি করে ২০১৯-এর প্রাক্কালে একুশে জুলাইয়ের মঞ্চে উপস্থিত হয়ে তৃণমূলে নাম লেখালেন –
• বিজেপি – চন্দন মিত্র
• সিপিএম – দুই প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও মইনুল হাসান
কংগ্রেস – আবু তাহের, আখরুজ্জামান, সমর মুখোপাধ্যায়, সাবিনা ইয়াসমিন, কাউন্সিলর নরেন্দ্র তিওয়ারি
• এছাড়া ঝাড়খণ্ডের 56 জন জনপ্রতিনিধিও এদিন একুশের মঞ্চে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন
উল্লেখ্য, সরাসরি জোড়া ফুল শিবিরে যোগ দিচ্ছেন না, কিন্তু কাস্তে হাতুড়ির মোহ কাটিয়ে তিনি যে জোড়া ফুলের দিকে ঝুঁকেছেন, তা প্রমাণ মিলেছে দিন কয়েক আগেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের আদিবাসি উন্নয়ন কমিটির শীর্ষে বসেছেন তিনি। এবার একুশে জুলাইয়ের মঞ্চেও উপস্থিত হলেন ঋতব্রত। রাজনৈতিক মহলের ধারণা, সিপিএমের বিক্ষুব্ধ ছাত্র যুব নেতৃত্বের একাংশকে তৃণমূলমুখী করছেন তিনি। সব মিলিয়ে, একদা সিপিএমের ‘মুখ’কে এদিন দেখা গেল তৃণমূলের একুশের মঞ্চে। রাজনীতির কারবারিদের একাংশ বলছেন, এটাই বোধহয় পঁচিশতম একুশে জুলাইয়ের অন্যতম চমক! অর্থাৎ সিপিএমের বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল, তিনি কি তৃণমূলে যাবেন? এবার সেই গুঞ্জনে জল ঢাললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্বয়ং।
|