‘বাহুবলী – দেবসেনা’র রিয়েল লাইফ সম্পর্ক নিয়ে মুখ খুললেন অনুষ্কার মা

Since acting

NewsCaff :   ‘বিল্লা’ ছবিতে অভিনয় করার পর থেকেই প্রভাস-অনুষ্কার রসায়ন নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। ‘বাহুবলী’র সাফল্য সেই গুজবকেই ইন্ধন দিয়েছিল। বাহুবলী ও দেবসেনার মেলবন্ধন সাড়া ফেলার পাশাপাশি দানা বাঁধল তাদের রিয়েল লাইফে জুটি বাঁধার খবরও। জল্পনা থেকে জল্পনা চলতেই থাকে। অবশেষে মুখ খুললেন অনুষ্কার মা। তিনি সংবাদমাধ্যমকে অনুরোধ করলেন প্রভাস ও অনুষ্কার বিয়ের গুজব নিয়ে জলঘোলা না করতে। কিন্তু সঙ্গে তিনি বললেন, প্রত্যেকেই প্রভাসের মতো ছেলে চায়। তবে প্রভাস ও অনুষ্কা দুজনে শুধুমাত্র ভাল বন্ধু। তাদের রসায়ন রিলেই সিমীত।

তবে তাঁদের সম্পর্ক নিয়ে আগেই মুখ খুলেছিলেন প্রভাস। হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী সম্প্রতি প্রভাস সাংবাদিকদের বলেন, “এই মুহূর্তে আমার মহিলা অনুরাগীদের চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। কারণ বিয়ের কথা একেবারেই ভাবছি না।’’ পরে হেসে তিনি জানিয়েছেন, এত মানুষ যে তাঁকে পছন্দ করেন সেটা জেনেই তিনি খুশি।

অনুষ্কা শেট্টির সঙ্গে বিশেষ সম্পর্কের জল্পনাও উড়িয়ে দিয়েছেন প্রভাস। তিনি জানিয়েছেন, ২০০৯ থেকে এক সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তাঁরা। তাই এ সব গসিপ হওয়া হয়তো স্বাভাবিক। প্রভাসের কথায়, ‘‘এ সব কথা শুনে আগে খারাপ লাগত। কিন্তু এখন অভ্যাস হয়ে গিয়েছে। আমার তো মনে হয় এক অভিনেত্রীর সঙ্গে দু’টোর বেশি ছবিতে অভিনয় করলেই এ সব গল্প চালু হয়ে যাবে।’’

অনুষ্কাও বলেন, রিয়েল লাইফে বাহুবলী এবং দেবসেনার রসায়ন যেন তাঁদের কাছ থেকে কেউ আশা না করেন। বাহুবলী এবং দেবসেনা রিল লাইফেই বেশি মানানসই। বাস্তব জীবনে কখনও বাহুবলী এবং দেবসেনা গাঁটছড়া বাঁধবে না বলে স্পষ্ট জানান অনুষ্কা শেঠি। অর্থাৎ, বিয়ের সমস্ত গুঞ্জন একপাশে সরিয়ে রেখে প্রভাসের সঙ্গে সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অনুষ্কা।

Flamingo Media Share