News Caff: এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আপনি জেনে যেতে পারবেন, যে ট্রেনে আপনি সফর করবেন, সেটি কোথায়? কিংবা আপনার টিকিট কনফার্ম কিনা জানা যাবে সেটাও। সম্প্রতি ‘মেক মাই ট্রিপ’ সংস্থাটি ‘আইআরসিটিসি’–র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। আর তারপরই সাধারণের জন্য এই সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। এর ফলে আপনাকে আইআরসিটিসি–র ওয়েবসাইটে যেতে হবে না কিংবা রেলের অন্যান্য অ্যাপের সাহায্য নিতেও হবে না। কিন্তু কীভাবে জানবেন?
টিকিট কনফার্ম কি না?
১. প্রথমে ‘মেক মাই ট্রিপ’–এর হোয়াটসঅ্যাপ নম্বরটি(৭৩৪৯৩৮৯১০৪) সেভ করতে হবে। যদি আগে থেকেই তা করা থাকে তাহলে কেবল মেসেজ পাঠালেই হবে।
২. এরপর ‘PNR’ এবং তারপর ‘পিএনআর নম্বরটি’ লিখে সেখানে পাঠিয়ে দিতে হবে।
৩. কয়েকমুহূর্তের মধ্যেই হোয়াটসঅ্যাপ মারফত আপনার পিএনআর স্ট্যাটাস সম্পর্কিত সমস্ত তথ্য জেনে যাবেন।
ট্রেন কোথায় জানবেন কীভাবে?
১. পিএনআর স্ট্যাটাস জানার পর ওই চ্যাটেই নিজের ট্রেন সম্পর্কে যাবতীয় তথ্য জানা যাবে।
২. এজন্য গ্রাহককে কেবল ট্রেনের নম্বরটি লিখে পাঠিয়ে দিলেই চলবে।
৩. এরপর ট্রেন সম্পর্কিত সবরকম তথ্য পৌঁছে যাবে আপনার কাছে।
তবে ‘মেক মাই ট্রিপ’ কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত প্রাথমিকভাবে এই সেবা প্রদানে কিছুটা সময় লাগলেও, সময়ের সঙ্গে সঙ্গে পরিষেবা যত দ্রুত সম্ভব পরিষেবা দেওয়ার চেষ্টা করবেন তাঁরা।