রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত কলেজছাত্রী গণধর্ষণের শিকার, হইচই দেশজুড়ে

New Caff: গণধর্ষণের শিকার হলেন হরিয়ানার CBSC টপার ও রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এক কলেজ ছাত্রী। মর্মান্তিক এই ঘটনায় হতবাক সকলে।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযয়ী, এই তরুণী দশম শ্রেণীর পরীক্ষায় সিবিএসই-র শীর্ষ স্থানাধিকারী ছিলেন কয়েক বছর আগে। রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কারও নিয়েছেন তিনি। মেধাবী এই ছাত্রী হরিয়ানার রেওয়ারি জেলার বাসিন্দা। কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী কোচিংয়ে গিয়েছিলেন বুধবার সন্ধ্যায়। তাঁর পরিবারের অভিযোগ, বাড়ি ফেরার পথে কয়েক জন ব্যক্তি ওই তরুণীকে জোর করে তুলে নিয়ে যায়। একটি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে তাঁকে গণধর্ষণ করে। ঘটনাস্থলে হাজির আরও কয়েকজন মেয়েটিকে শারীরিক নিগ্রহ করে। এর পর কানিনায় একটি বাস স্ট্যান্ডের সামনে অচৈতন্য অবস্থায় তাঁকে ফেলে রেখে চলে যায় দুষ্কৃতীরা।

অভিযোগ, তার পরে ওই ছাত্রীকে টেনে কাছের একটি মাঠে নিয়ে যায়। সেখানে ছাত্রীর উপর অত্যাচার চালায় অভিযুক্ত যুবকেরা। এখানেই শেষ নয়! ওই ছাত্রীর অভিযোগ, সেই সময় মাঠে যাঁরা কাজ করছিলেন, তাঁরা সাহায্যের পরিবর্তে ওই যুবকদের সঙ্গে মিলে তাঁকে ধর্ষণ করে।

নির্যাতিতা ওই ছাত্রীর পরিবারের দাবি পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি। ওই প্রতিবেদন অনুযায়ী, এক পুলিশ অফিসার জানিয়েছে ঘটনাটি নিয়ে ‘জিরো FIR’ করা হয়েছে। কারণ ধর্ষণের ঘটনাটি কোথায় হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এলাকা ঠিক হয়ে গেলেই সংশ্লিষ্ট থানায় তদন্তে নামবে।

Flamingo Media Share