বাগড়ি মার্কেটের অগ্নিকাণ্ডের পর দমকলমন্ত্রী তথা মেয়র কী নির্দেশ দিলেন ?

News Caff: অবশেষে। মঙ্গলবার কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “নিজের সুবিধার জন্যে দোকানের বাইরে যত্রতত্র মালপত্র আর ফেলে রাখা যাবে না। পুরসভার তরফে যতটুকু জায়গার অনুমোদন রয়েছে। তার বাইরে সামগ্রী রাখা হলে, সেই ব্যবসায়ীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পিছপা হবে না পুরসভা। অগ্নিনির্বাপন ব্যবস্থাও যথাযথ রাখতে হবে।”

কলকাতা পুরসভা এলাকার সব মার্কেটেই এই নিয়ম কার্যকর করা হবে। বছরভর পুরসভার অধিকারিকেরা নজরদারি চালাবেন। কোথাও কোনও অনিয়ম দেখলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মহানাগরিক।

অগ্নিকাণ্ডের পর ‘বাগড়ি এস্টেট প্রাইভেট লিমিটেড’-এর অন্যতম মালিক রাধা বাগড়ি এবং সিইও কৃষ্ণ কোঠারি ওরফে কাল্লু এখনও নিখোঁজ। তিন দিনের মাথায় শেষ পর্যন্ত বাগড়ি মার্কেটে যথাযথ অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকার জন্য অভিযোগ দায়ের করল দমকল। পুলিশ সূত্রে খবর, অভিযোগে রাধা বাগড়ি এবং কৃষ্ণ কোঠারির নামও রয়েছে।

এখনও বাগড়ি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আসেনি। মঙ্গলবারও কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার নিজে থেকে আগুন নিয়ন্ত্রণের তদারকি করেন। ছিলেন দমকলের ডিজি জগমোহনও। পুলিশ কর্তাদের আশা, মঙ্গলবারের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসবে। ৬০ ঘণ্টারও বেশি সময় হয়ে গেলেও, এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পুলিশ, প্রশাসনকে। বাগড়ি মার্কেটের মতো ভয়াবহ পরিস্থিতি যাতে অন্য কোনও মার্কেটে আর না হয়, সে জন্যেই পুরসভা আরও কড়়া পদক্ষেপ করতে চাইছে।

Flamingo Media Share