News Caff : ৭৩ বছর বয়সী জুডি। ব্রিটিশ দৈনিকের খবর অনুয়ায়ী, তিন বছর আগে তাঁর ছোট ঘোড়াগুলির যখন খোঁজ পাওয়া যাচ্ছিল না, তখনই জুডি বুঝতে পেরেছিলেন, কোনও কুমিরই নিশ্চয়ই ঘোড়াগুলিকে খেয়েছে। তার পর থেকেই ঘোড়ার মৃত্যুর প্রতিশোধ নিতে উঠে পড়ে লাগেন তিনি। খুঁজতে শুরু করেন কুমিরটিকে। কিন্তু তাঁর শহরে কুমির শিকার করা যায় শুধুমাত্র সেপ্টেম্বরের ১০ থেকে ৩০ তারিখ পর্যন্ত। এর মধ্যেই যা করার করতে হতো জুডিকে। তাঁর জামাই কুমিরটিকে চিনতে সাহায্য করেন। তার পরেই আসল কাজটি করেন জুডি। এই প্রতিশোধ নিয়েই ক্ষান্ত হচ্ছেন না তিনি। এ বার তাঁর পরিকল্পনা কুমিরটির মাথা কেটে তাঁর অফিসে ঝুলিয়ে রাখবেন।
৭৩ বছর বয়সি এই মহিলা একটি গুলিতেই মেরে ফেললেন ১২ ফুট লম্বা ও ২৬৩ কিলোগ্রাম ওজনের কুমিরটিকে। উইনচেস্টার .২২ ম্যাগনাম বন্দুক দিয়ে কুমিরটির মাথায় একটি গুলি করেই তাকে ধরাশায়ী করেন জুডি। তাঁর নাতি নাতনিরা বলছে, ‘‘নানা ভীষণ রাগী। তাঁর সঙ্গে বেশি বাড়াবাড়ি করলেই বিপদ।’’ জুডির নাতি-নাতনিরা তাঁকে ‘নানা’ বলেই ডাকে। আর নানার সঙ্গে ‘বাড়াবাড়ি’ করলে কী রকম বিপদ হয়, তা তো টের পেল কুমিরটিই।