গরম কী আরও বাড়বে ? কী বলছে আবহাওয়া দফতর ?

NewsCaff :   দিন কয়েক আগেই ঘূর্ণিঝড় দয়ার প্রকোপে মাঝারী থেকে ভারী বৃষ্টি হয় দক্ষিণবঙ্গে। তখন থেকেই সিঁদুরে মেঘ দেখছে বাঙালি। এই মুহূর্তে আবহাওয়া দফতর যে পূর্বাভাস দিচ্ছে, তাতেও কোনও স্বস্তিসূচক আপাতত খুঁজে পাওয়া যাচ্ছে না। গত সপ্তাহের শেষ ভাগ থেকেই পারদ ঊর্ধ্বমুখী। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, গরম আরও বাড়বে। সোমবারের থেকে মঙ্গলবার তাপমাত্রা আরও বাড়বে। পারদ ছাড়াতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি বেশি। তারমধ্যে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় ৩৯ শতাংশ ৷ যারফলে প্যাচপেচে গরমে জেরবার হচ্ছে মানুষ। কিন্তু, দুঃখের বিষয় এই গরমের হাত থেকে রেহাই পাওয়ার কোনও উপায় নেই। কারণ বৃষ্টির কোনও নামগন্ধ এই মুহূর্তে নেই। আর অত্যধিক এই তাপমাত্রাই দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে রাজ্যবাসীর কপালে।

Flamingo Media Share