NewsCaff : অভিষেক টেস্টেই শতরান করে ফেললেন পৃথ্বী শ। রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯৯ বলে ১০০ রানে অপরাজিত রয়েছেন এই ভারতীয় ওপেনার। ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে পৃথ্বীই কনিষ্ঠতম খেলোয়াড়, যিনি এই রেকর্ড গড়লেন। শুধু তাই-ই নয়, রঞ্জি, দলীপ ট্রফি ও টেস্ট ক্রিকেট— সব ক’টি অভিষেক ম্যাচেই সেঞ্চুরির নজির গড়লেন মুম্বইয়ের এই দুরন্ত প্রতিভা। ব্যাটিং লাইন আপ, ফুটওয়ার্ক, বল বোঝার ক্ষমতা সব ক’টি বিভাগেই ক্রিকেটমোদীদের মনের পুরো নম্বর তুলে নিলেন পৃথ্বী। কব্জির জোরে হার মানালেন নিজের বয়সকেই। ১৩৪ রানের ঝকঝকে ইনিংস খেললেন পৃথ্বী। তাঁর ইনিংসে ছিল ১৯ টি বাউন্ডারি।
পৃথ্বীকে নিয়ে কিছু তথ্য –
৩) কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে টেস্টে শতরানকারীদের মধ্যে সপ্তম স্থানে পৃথ্বি। ভারতীয়দের মধ্যে দ্বিতীয়। সচিন তেন্ডুলকরের পর(১৭ বছর ১০৭ দিন)।
২) অভিষেক টেস্টে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে শতরানকারীদের মধ্যে তৃতীয় স্থানে পৃথ্বি শ।
১) কনিষ্ঠতম ভারতীয় ওপেনার হিসেবে অভিষেক টেস্টের প্রথম বল খেলার নজির গড়লেন পৃথ্বি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে পৃথ্বি চতুর্থ কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন।