NewsCaff : টিকিট বিক্রি ও কমপ্লিমেন্টারি পাসে স্বচ্ছতার অভাব রয়েছে। এমনই অভিযোগে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ আয়োজনে অস্বীকার করেছে মধ্যপ্রদেশের ক্রিকেট সংস্থা। সৌরভ বলছিলেন, ”ওদের সমস্যা বুঝতে পারছি। বাস্তবে যে সমস্যাগুলোর মুখোমুখি হতে হয় সেগুলো একমাত্র আয়োজকরাই জানে। এমপিসিএ-র সমস্যা বুঝতে পারছি। এখানেও একই অবস্থা। ম্যাচ আয়োজনের ক্ষেত্রে পুলিশ বা দমকল বাহিনীর ভূমিকা রয়েছে। ফলে তাঁদেরকে টাকা দিয়ে টিকিট কাটতে বলা যায় না। কিন্তু ম্যাচ নিয়ে কোনও আপোস করব না। সিএবি ম্যাচ আয়োজনে তৈরি।” অর্থাৎ সিএবি তৈরি। বাকিটা বিসিসিআইয়ের উপর। ৪ নভেম্বর ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টি-২০ অনুষ্ঠিত হওয়ার কথা ইডেনে।
অন্যদিকে, ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে রানের পাহাড়ের দিকে এগোচ্ছে ভারত। পৃথ্বী শ, পূজারা, কোহলি, পন্থ এবং জাদেজার ব্যাটিংয়ের উপর ভরসা করে ইতিমধ্যেই ৬২০ রানের করে ফেলেছে ভারত। পাশাপাশি, শুক্রবার রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের আগে দেবেন্দ্র বিশুকে শর্ট ফাইন লেগ বাউন্ডারিতে পাঠিয়ে শতরানে পৌঁছলেন ভারত অধিনায়ক। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শতরানে তাঁর সামনে শুধু সচিন তেন্ডুলকর (৫১), রাহুল দ্রাবিড় (৩৬) ও সুনীল গাওস্কর (৩৪)। কোহালি এই তালিকায় এখন চারে। পরিসংখ্যান অনুসারে, অধিনায়ক হিসেবে ২৪ টেস্টে এটা কোহালির ১৭তম শতরান। চলতি বছরে টেস্টে এটা তাঁর চার নম্বর শতরান। দক্ষিণ আফ্রিকায় একটি, ইংল্যান্ডে দুটো আর তারপর রাজকোটে এল শতরান। চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে এটা অবশ্য তাঁর সপ্তম শতরান। স্যার ডন ব্র্যাডম্যানের ঠিক পরেই বিরাট কোহালি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হিসেবে ১২৩ ইনিংসে ২৪তম শতরানে পৌঁছলেন তিনি।